প্রকাশিত: Thu, Dec 28, 2023 12:38 AM
আপডেট: Wed, Jul 2, 2025 1:27 PM

[১]সাজা বাতিলে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন ইমরান খান

ইমরুল শাহেদ: [২] জিওনিউজের প্রতিবেদনের উল্লেখ করে বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে তোশাখানা মামলায় নিম্ন আদালতের দেওয়া সাজা বাতিলের আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টে। 

[৩] তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে গত ৫ আগস্ট রায় দেন ইসলামাবাদের সেশন জজ আদালত। রায়ে ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড , ১ লাখ রুপি জরিমানা এবং ৫ বছরের জন্য নির্বাচনে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

[৪] সেই রায় বাতিলের জন্য প্রথমে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন ইমরান খানের আইনজীবীরা। কিন্তু গত ২২ ডিসেম্বর এক রায়ে সেই আবেদন খারিজ করে দিয়ে নিম্ন আদালতের রায়ই বহাল রাখেন ইসলামাবাদের হাইকোর্ট।

[৫] ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। কিন্তু আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় গত আগস্টে ইসলাবাদের সেশন জজ আদালত তিনি দোষী সাব্যস্ত হন। সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে পিটিশন দিয়েছিলেন ইমরান খানের আইনজীবীর। কিন্তু ২১ আগস্ট বৃহস্পতিবার এক শুনানিতে সেই পিটিশন খারিজ করে দেন ইসলামাবাদ হাইকোর্ট।

[৬] জিও নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্টে রায় বাতিলের আবেদনের পাশাপাশি ইসরলামাবাদ হাইকোর্টেও আপিল করেছে ইমরান খানের আইনজীবী দল। 

[৭] সেই আপিলে নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ চেয়ে তারা বলেছেন, ‘নির্বাচনে অংশগ্রহণ প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। ইমরান খানের ওপর নির্বাচনী নিষেধাজ্ঞা দেওয়ার অর্থ - তার মৌলিক অধিকার কেড়ে নেওয়া।’ সম্পাদনা: ইকবাল খান